Home ভিডিও সংবাদ নীলফামারী-ঢাকা সড়কের বেহাল দশা

নীলফামারী-ঢাকা সড়কের বেহাল দশা

by Newsroom

নীলফামারী-ঢাকা সড়কের দারোয়ানী টেক্সটাইল এলাকায় রাস্তার বেহাল দশা। খানা খন্দকে ভরপুর নীলফামারী-ঢাকা সড়কের দারোয়ানী টেক্সটাইল এলাকায় যেন দুর্ভোগের শেষ নেই মানুষের।

জলাবদ্ধতার পাশাপাশি যানজট যেন নিত্যদিনের সঙ্গি হয়েছে এইপথে চলাচলকারীদের।

বিশেষ করে সকালে এবং বিকেলে উত্তরা ইপিজেডে আসা যাওয়া করা শ্রমিকদের বিরাট চাপ সামলাতে হয় এই সড়কটিকে। একই সড়ক ব্যবহার করে যাতায়াত করেন ডোমার, ডিমলা, দেবীগঞ্জ এলাকার অনেক মানুষ।

সড়কটির পশ্চিম কুচিয়ার মোড় থেকে কাজিরহাট পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় সড়ক নির্মাণ কাজ শেষ না হওয়ায় এই অচলাবস্থার তৈরি হয়েছে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

You may also like