Home জাতীয় হতাশায় চাকরিপ্রার্থী যুবকের আত্মহত্যা

হতাশায় চাকরিপ্রার্থী যুবকের আত্মহত্যা

by Amir Shohel

রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রাজীব চক্রবর্তী (৩২)।

৫ নভেম্বর শুক্রবার রাতে সবুজবাগ থানাধীন মায়াকানন এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাজীবের পরিবারের সদস্যরা জানিয়েছেন, চাকরি না পেয়ে হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজীব। তবে ময়না তদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবির হোসেন জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে সবুজবাগের মায়াকানন এলাকার ২৯ নম্বর বাসার একটি কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই আবির বলেন, ‘তার ভাই ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেক দিন ধরে রাজীব চাকরি খুঁজছিলেন। চাকরি না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। হতাশা থেকে নিজ কক্ষে গলায় ফাঁস নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হয়। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।’

রাজীবের ভাই রাজেশ চক্রবর্তী বলেন, ‘আমার ভাই পড়ালেখা শেষ করে দীর্ঘদিন ধরে টিউশনি করিয়ে সংসার চালাচ্ছেন। পাশাপাশি চাকরির জন্য চেষ্টা করছিলেন। তার সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। চাকরি না পাওয়ায় হতাশ ছিলেন।’

তিনি বলেন, ‘শুক্রবার রাতে টিউশনি থেকে বাসায় ফিরে কথাবার্তা না বলেই নিজ কক্ষে চলে যান। কিছুক্ষণ পরে দরজার পাশে গিয়ে তাকে রাতের খাবারের জন্য ডাকাডাকি করলেও দরজা খুলছিলেন না। দরজার ফাঁকা দিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখি। আমরা সবুজবাগ থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।’

ভয়েসটিভি/এএস

You may also like