Home জাতীয় ইউএনওকে হত্যাচেষ্টা মামলার ২ আসামি ৭ দিনের রিমান্ডে

ইউএনওকে হত্যাচেষ্টা মামলার ২ আসামি ৭ দিনের রিমান্ডে

by Newsroom
হত্যাচেষ্টা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে হত্যাচেষ্টা মামলার ২ আসামিকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

৫ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ৬টায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘোড়াঘাট আমলি আদালত-৭ এর বিচারক শিশির কুমার বসুর আদালতে হাজির করা হলে তিনি রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যাচেষ্টা মামলার দুই আসামি নবিরুল ও সান্টুকে আদালতে আনা হয়।

পুলিশ জানায়, আসামিদের আদালতে তোলার পর তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এদিকে, প্রধান আসামি যুবলীগ কর্মী আসাদুলের ভাই শাওন ও বাগানের মালি সুলতানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত ওয়াহিদাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল।

তবে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার অস্ত্রোপচার হয়েছে।

ওয়াহিদা খানমের অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। তাকে আপাতত বিদেশ নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি।

তার বাবাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। ওয়াহিদার স্বামী মেজবাহুল হোসেন রংপুরের পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি তাঁর কর্মস্থলে ছিলেন।

ভয়েস টিভি/টিআর

You may also like