Home ভিডিও সংবাদ চাঁদপুরে স্কুলছাত্রী হত্যা মামলায় দুই যুবক গ্রেফতার

চাঁদপুরে স্কুলছাত্রী হত্যা মামলায় দুই যুবক গ্রেফতার

by Newsroom
স্কুল ছাত্রী হত্যা

চাঁদপুরে কচুয়ায় নবম শ্রেণীর ছাত্রী জান্নাতুল নাঈম মিশু হত্যার প্রধান দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, বড় হয়াৎপুর গ্রামের আমির হোসেনের ছেলে সজিব হোসেন ও মনির হোসেনের ছেলে নুর আলম। আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

৪ আগস্ট মঙ্গলবার দুপুরে কচুয়ায় থানায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওয়ালী উলল্লাহ অলি।

তিনি বলেন, গ্রেফতারকৃদের কোর্টে পাঠানো হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে।

মিশু, গত শুক্রবার দুপুরে ঘাষ কাটতে গেয়ে নিখোঁজ হয়। ৪৮ঘন্টার পর গেল রোববার ধান খেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মিশু স্থানীয় চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের ছাত্রী।

ভয়েস টিভি/চাঁদপুর প্রতিনিধি/ডিএইচ

You may also like