Home জাতীয় এমসি কলেজের ঘটনায় অনুসন্ধান কমিটি করে দিলেন হাইকোর্ট

এমসি কলেজের ঘটনায় অনুসন্ধান কমিটি করে দিলেন হাইকোর্ট

by Shohag Ferdaus
সুপ্রিম-কোর্টের

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় তিন সদস্যের অনুসন্ধান কমিটি করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ধর্ষণের শিকার তরুণীকে রক্ষায় অবহেলা ও অছাত্রদের কলেজে অবস্থান বিষয়ে নীরবতায় অধ্যক্ষ ও হোস্টেল সুপারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন। ১৫ দিনের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন তারা।

কমিটিতে থাকবেন- সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট এবং সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ)।

আরও পড়ুন: এমসি কলেজে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

এই কমিটি ১৫ দিনের মধ্যে ঘটনার অনুসন্ধান করে হাইকোর্ট বিভাগের রেজিস্টারের মাধ্যমে প্রতিবেদন আদালতে দাখিল করবে। কমিটিকে সার্বিক সহযোগিতা করতে সিলেটের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান আইনজীবী মোহাম্মদ মেসবাহ উদ্দিন।

এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১৮ অক্টোবর দিন রেখেছেন হাইকোর্ট।

গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক নববধূকে ছাত্রলীগের ৬ জন নেতাকর্মী সংঘবদ্ধ ধর্ষণ করেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like