Home ভিডিও সংবাদ হাটগুলোতে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে বেচাকেনা

হাটগুলোতে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে বেচাকেনা

by Amir Shohel

রংপুর : শেষ সময়ে জমে উঠেছে রংপুরের সবকটি গরুর হাট। বেড়েছে বেচাকেনা। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করার কথা থাকলেও কেউই মানছে না নিয়মনীতি। ক্রেতা-বিক্রেতা কারোরই মুখেই নেই মাস্ক অথবা হাতে নেই গ্লাভস। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।

জানা গেছে, উত্তরাঞ্চলের বৃহত্তম গরুর হাট রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়িতে মাসখানেক আগে থেকেই শুরু হয়েছে বেচাকেনা। প্রতিটি হাটেই উঠেছে দেশি বিদেশি গরু। কিন্তু হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানছে না কেউ। গাদাগাদি আর ঠেলাঠেলি করে চলছে বেচাকেনা। এতে বাড়ছে করোনার ঝুঁকি। কর্তৃপক্ষের নজরদারির অভাবেই এই অসচেতনতা বাড়ছে বলে মনে করেন অনেকে।

হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কার্যক্রম না থাকলেও উল্টো ইজারাদাররা দোষ চাপাচ্ছেন ক্রেতা বিক্রেতাদের ওপর।

রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম বলেন, করোনা ঝঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মানতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেয়া আছে।

প্রসঙ্গত, ২৭ জুলাই পর্যন্ত রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে ৫ হাজার মানুষ।

ভয়েসটিভি/রংপুর প্রতিনিধি/এএস

You may also like