Home জাতীয় হাফ ভাড়া বাস্তবায়নের জন্যে সেতুমন্ত্রীর অনুরোধ

হাফ ভাড়া বাস্তবায়নের জন্যে সেতুমন্ত্রীর অনুরোধ

by Amir Shohel
ওবায়দুল কাদের

ঢাকা সিটিতে শিক্ষার্থীদের হাফ ভাড়ার যে সিদ্ধান্ত, বেশকিছু পরিবহন তা বাস্তবায়ন করছে না বলে অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের আবারও অনুরোধ করছি, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন।

২ ডিসেম্বর বৃহস্পতিবার মন্ত্রী তার বাসভবনে এসব কথা বলেন।

পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, কথা দিয়ে কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন?

বিএনপি নেতারা আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

‘খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন সেতুমন্ত্রী।

বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, সরকার যদি অবৈধই হয় তাহলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন?

তিনি বলেন, এই সরকার অবৈধই বা কি করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছেনে।

ভয়েসটিভি/এএস

You may also like