Home জাতীয় হুইপ আতিউর রহমান করোনায় আক্রান্ত

হুইপ আতিউর রহমান করোনায় আক্রান্ত

by Newsroom
হুইপ আতিউর

শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক করোনায় আক্রান্ত।

২৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে তার বড় মেয়ে ডা. শারমিন রহমান অমি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হুইপ আতিক বর্তমানে ঢাকার ন্যাম ভবনে তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তার সামান্য জ্বর রয়েছে। এছাড়া অন্য কোনো উপসর্গ নেই।

ডা. অমি আরও জানান, সংসদ সদস্যদের নিয়মিত করোনা পরীক্ষার অংশ হিসেবে ঢাকায় তার নমুনা নেওয়া হয়। শুক্রবার রাতে করোনা পরীক্ষার ফলাফলে তার বাবার পজেটিভ আসে।

শেরপুরবাসীসহ সকলের কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন ডা. অমি।

ভয়েস টিভি/টিআর

You may also like