Home জাতীয় সাভারে বহুতল ভবনে বিস্ফোরণ: হেলে পড়ার শঙ্কা

সাভারে বহুতল ভবনে বিস্ফোরণ: হেলে পড়ার শঙ্কা

by Newsroom
হেলে গেছে
সাভারে আরও একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনটি হেলে পড়ার আশঙ্কায় বাড়িটিতে বসবাস করা সকলকে নিরাপদ দুরুত্বে সরিয়ে নেওয়া হয়েছে।
১৫ ডিসেম্বর মঙ্গলবার  সকালে সাভারের বাজাররোড এলাকার বিলাস সিনেমা হল সংলগ্ন শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ করে পাঁচতলা ভবনের সামনে থাকা একটি দোকানের শাটার খুলতে গেলে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তড়িঘড়ি করে নিরাপদ দুরুত্বে আশ্রয় নিয়েছে ভাড়াটিয়ারা। এঘটনায় বাড়ির সামনের সড়ক দিয়ে যান চলাচলে বাঁধা সৃষ্টি হয়েছে। আশেপাশের উৎসুক জনতাভীড় জমায়।
ভবন হেলে পড়ার আশঙ্কায় চরম উৎকন্ঠায় রয়েছেন এখানকার ভাড়াটিয়ারা। ভবনের দুই তলায় দেখা দিয়েছে ফাটল।
এ বিষয়ে  বাড়ির মালিক শাহ আলম বলেন, ওই দোকানটি স্যানেটারি মালামালের দোকান। সকালে সাঁটার খুলতে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি বলেন, প্রাথমিকভাবে খবরটি শুনে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পৌরসভার প্রকৌশলীকে জানিয়েছি। একই সাথে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবহিত করার জন্য বলেছি।
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ আগে সাভারের ওয়াবদা রোডে আরও একটি ভবন হেলে পড়ার ঘটনা ঘটে। ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিলগালা করা হলেও এর নিচ দিয়ে যাতায়াত করছে মানুষ ও খোলা রয়েছে ভবনের সামনের দোকানপাট।

আরও পড়ুন- সাভারে বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ভয়েস টিভি/ডিএইচ

You may also like