Home জাতীয় করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে পরিকল্পনামন্ত্রী

করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে পরিকল্পনামন্ত্রী

by Newsroom

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ১৩ অক্টোবর মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসেংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান জানান, মন্ত্রী শরীরে জ্বর অনুভব করায় করোনা পরীক্ষা করা হয়। গতকাল (সোমাবার) রাত ১২টা দিকে তার করোনা ফলাফল পজিটিভ আসে। বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে আজ (মঙ্গলবার) দুপুরে তাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে।

এছাড়া পরিকল্পনা কমিশনের সচিব পদমর্যাদার আর্থ সামাজিক বিভাগের সদস্য আবুল কালাম আজাদও করোনা আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান।

তার রোগ মুক্তির জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like