Home জাতীয় ভারতের দেয়া উপহারের ১০ রেল ইঞ্জিন হস্তান্তর

ভারতের দেয়া উপহারের ১০ রেল ইঞ্জিন হস্তান্তর

by Newsroom

ভারত সরকারের উপহার দেওয়া ১০টি রেল ইঞ্জিন বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। ২৭ জুলাই সোমবার দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগুলো হস্তান্তর করা হয়।

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি এবং পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এতে অংশ নেন। ভারতের পক্ষে অংশ নেন পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকর, ভারতীয় রেল, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়রে মন্ত্রী পীযুষ গায়েল।

রেলপথ মন্ত্রী বলেন, ‘যাত্রীবাহী ট্রেনের চাহিদা বৃদ্ধির কারণে নতুন কিছু কোচ আমদানি করা হয়েছে। পাশাপাশি ভারতীয় পণ্য পরিবহনের জন্য ভারত থেকে লোকোমোটিভ আনার বিষয়ে চিন্তা-ভাবনা করা হয়। ২০১৯ সালের আগস্টে সরকারিভাবে ভারত সফরের সময় উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে লোকোমোটিভ সরবরাহের বিষয়ে আলোচনা হয়।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/ডিএইচ

You may also like