Home জাতীয় দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু

by Shohag Ferdaus
করোনাভাইরাস

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১২ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

১৯ এপ্রিল সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে টানা তিন দিন করোনাভাইরাসে ১০০-এর বেশি মানুষের মৃত্যু হলো। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জন।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ২১৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ২৩ হাজার ২২১ জন।

ভয়েস টিভি/এসএফ

You may also like