Home জাতীয় ১৫ বছর পর সিনেমা হল শূন্য শাকিবের সিনেমা

১৫ বছর পর সিনেমা হল শূন্য শাকিবের সিনেমা

by Newsroom
বিনোদন রিপোর্ট: ঈদ মানেই শাকিব খানের সিনেমা! এমনও হয়েছে এক ঈদে জনপ্রিয় এ নায়কের একসাথে পাঁচটি সিনেমাও মুক্তি পেয়েছে। তবে আসন্ন ঈদের চিত্রপট ভিন্ন। গত ১৫ বছরের দেশের শীর্ষ এ তারকার ক্যারিয়ারে যা হয়নি তাই ঘটতে যাচ্ছে! একমাত্র কারণ, চলমান করোনাভাইরাস।
ঈদুল ফিতরে সুপারস্টার শাকিব খানের দুটি সিনেমা মুক্তির কথা ছিল। একটি শাপলা মিডিয়া প্রযোজিত শাহীন সুমন পরিচালিত বিদ্রোহী ও অন্যটি সেলেব্রেটি প্রডাকশন প্রযোজিত অনন্য মামুনের নবাব এলএলবি: ব্যাক ফর জাস্টিস।
শুধুমাত্র করোনাভাইরাসের ফলে দুটি সিনেমার মুক্তি বাতিল হয়েছে। ফলে ২০০৫ সালের ঈদুল আযহার পর ১৫ বছরের মধ্যে এবারই প্রথম ঈদে শাকিব খানের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে তাতে কোনো আফসোস নেই শাকিব খানের।
তিনি বললেন, সারাবিশ্ব আজ অদৃশ্য এক ভাইরাসের সাথে যুদ্ধ করছে। লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে। মানুষের জীবন আগে বাঁচুক। সিনেমা মুক্তি দিয়ে কী হবে! বিশ্ব কোথায় যাচ্ছে, কে জানে। সারা দুনিয়ায় প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাচ্ছে না। শুধু আমার বেলায় এমনটা হলে খারাপ লাগত। পরিস্থিতি ভালো হলে উৎফুল্ল মনে সিনেমা ভালো ভালো মুক্তি দেয়া যাবে।
শাকিব খান যোগ করে বলেন, শুধু বিদ্রোহী এবং নবাব এল এল বি ঈদে মুক্তি পিছিয়ে যায়নি, আগামী কলকাতায় চারটি ছবির ব্যাপার চূড়ান্ত আলাপ করা আছে; ওই ছবিগুলোর কাজও করোনার কারণে পিছিয়ে যাবে।
ঈদে সিনেমা মুক্তি না থাকায় প্রচারণার ব্যস্ততা নেই, সিনেমা হলে ঘুরে ঘুরে দর্শকের প্রতিক্রিয়া শোনার অপেক্ষা কিংবা চাপও নেই বলে জানান শাকিব খান। বহু বছর পর এমন ঈদ আসতে যাচ্ছে ঢাকাই সিনেমার এই ক্যাপ্টেনের জীবনে।
এবারের ঈদ নিয়ে পরিকল্পনা কী? জানতে চাইলে শাকিব বলেন, অন্যান্যবার ঈদের সাথে এবারের ঈদ মেলানো যাবে না। এবার ঈদের কোনো আনন্দ থাকবে বলে মনে হয় না। ওই দিন ছেলে আব্রামের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা আছে। পরিস্থিতি আরও খারাপ হলে ঘরে বসেই ঈদ কাটাতে হবে। কিছু তো করার নেই। পরিস্থিতি যেমন মানিয়ে নেয়া ছাড়া উপায় নেই।

You may also like