Home জাতীয় মৃত্যু ১৫, শনাক্ত ১৪৬৯

মৃত্যু ১৫, শনাক্ত ১৪৬৯

by Shohag Ferdaus
করোনায়

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৫ জন। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬৯ জন।

৬ নভেম্বর শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে দেখা যায়, গত একদিনে নতুন ১ হাজার ৪৬৯ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জন। আরও ১৫ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৩৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩৫ হাজার ২৭ জন হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like