Home জাতীয় বিদেশগামীদের করোনা সনদ দেবে আরও ২১ প্রতিষ্ঠান

বিদেশগামীদের করোনা সনদ দেবে আরও ২১ প্রতিষ্ঠান

by Shohag Ferdaus

বিদেশগামীদের করোনাভাইরাসমুক্ত সনদ দিতে আরও ২১টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার। এসব প্রতিষ্ঠানে আরটি-পিসিআর ল্যাব থেকে করোনা নমুনা পরীক্ষা করাতে পারবেন বিদেশগামীরা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৬ ডিসেম্বর শনিবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের মতামতের প্রেক্ষিতে ২১টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও আরটি-পিসিআর ল্যাবকে করোনা পরীক্ষার সনদ প্রদানের অনুমতি দেয়া হয়েছে।

প্রতিষ্ঠান ও আরটি-পিসিআর ল্যাবগুলো হলো, ঢাকার ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার পরিবাগে নোভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লিমিটেড, গাজীপুরের টঙ্গীতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার গ্রিন রোডে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার আবদুল্লাহপুরে আইচি হাসপাতাল, বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, ঢাকার মিরপুরে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, ঢাকার মিরপুরে আলোক হেলথ কেয়ার লিমিটেড, ঢাকার শ্যামলীতে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ঢাকার শান্তিনগরে বসুন্ধরা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ঢাকার পশ্চিম পান্থপথে ডিএনএ সল্যুশন লিমিটেড, ঢাকার সোবহানবাগে বায়োমেড ডায়াগনস্টিক, ঢাকার রামপুরায় ডাইনামিক ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ, ঢাকার পান্থপথে বিআরবি হসপিটাল লিমিটেড, ঢাকার তেজগাঁওয়ে সিএসবিএফ হেলথ সেন্টার, ঢাকার মালিবাগ মোড়ে প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, ঢাকার উত্তর বাড্ডায় প্রেসক্রিপশন পয়েন্ট, ঢাকার মিরপুরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-বিআইএইচএস, সিলেটের উপশহর পয়েন্টে সীমান্তিক প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার, চট্টগ্রামের পাঁচলাইশে নিজাম রোডে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেড এবং কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল।

এনিয়ে এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ৪৭টি প্রতিষ্ঠানকে নমুনা পরীক্ষার পর বিদেশগামীদের করোনাভাইরাসমুক্তির সনদ দেয়ার অনুমতি দেয়া হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like