Home জাতীয় ২৪ ঘণ্টায় আরও ১৪ মৃত্যু

২৪ ঘণ্টায় আরও ১৪ মৃত্যু

by Shohag Ferdaus
করোনাভাইরাসে আক্রান্ত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৭৩ জনে।

১৪ নভেম্বর শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৫টি ল্যাবরেটরিতে ১১ হাজার ৭৯৫টি নমুনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৫৩১ জনের শরীরে। এ নিয়ে মোট করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১ হাজার ৪৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন।

ভয়েস টিভি/এসএফ

You may also like