Home চিকিৎসা ২৫০০ নতুন চিকিৎসক যুক্ত করে স্বাস্থ্য খাতের উন্নয়ণ সম্ভব….

২৫০০ নতুন চিকিৎসক যুক্ত করে স্বাস্থ্য খাতের উন্নয়ণ সম্ভব….

by Newsroom

দেশের এই পরিস্থিতিতে চিকিৎসক সংকট একটি বড় সমস্যা। বেশিরভাগ হাসপাতালগুলোতে সাধারন নিয়মে ইন্টার্ন চিকিৎসকরা ২৪ঘন্টা সেবা দিয়ে থাকেন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে বা আইসোলেশন মেইনটেইন করতে গিয়ে চিকিৎসকের বড় একটা অংশ চাইলেও সেবা চালিয়ে যেতে পারেন না। কমে যাচ্ছে নিয়মিত কাজ করা চিকিৎসকের সংখ্যাও। সরকার ইতিমধ্যে ২০০০ নতুন চিকিৎসক নিয়োগ দিলেও তাদের পোস্টিং মূলত করোনা বিশেষায়িত হাসপাতালগুলিতে। মেডিকেল কলেজ যেগুলি আছে সেগুলিতে এই নিয়োগের কোন সুফল এখনই পাওয়া যাচ্ছে না। অথচ প্রতিনিয়ত করোনা ব্যতীত অন্যান্য রোগির সেবা কার্যক্রমের জন্যও এখন স্বাভাবিকের থেকেও হসপিটালগুলিতে আরও বেশি জনবল প্রয়োজন। ডাক্তার তৈরীর এ প্রক্রিয়াটি যদি ব্যহত হয় সামনের দিনগুলিতেও এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। সেশন জটে পড়ে ভবিষ্যতে ডাক্তার সংকট প্রকট আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। যেহেতু একটা মেডিকেল কলেজে সদ্য পাশকৃত ইন্টার্ন ডাক্তাররাই হসপিটালের প্রাণ সেহেতু অতি দ্রুত আগের ব্যচের ফাইনাল এই পরীক্ষা নেয়ার ব্যাবস্থা করতে হবে, নয়তো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে ক্ষতিটা হবে জনগণের, ক্ষতি হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থার। এসব নিয়েই আলোচনা করা হয় ভয়েস টিভি’র বিশেষ অনুষ্ঠানে।

পুরো ভিডিওটি দেখুন:

You may also like