Home জাতীয় এবার কক্সবাজারের ৩৪ পুলিশ ইন্সপেক্টরকে একযোগে বদলি

এবার কক্সবাজারের ৩৪ পুলিশ ইন্সপেক্টরকে একযোগে বদলি

by Newsroom
৩৪ পুলিশ ইন্সপেক্টরকে

এবার কক্সবাজার জেলায় কর্মরত ৩৪ পুলিশ ইন্সপেক্টরকে একযোগে বদলি করা হয়েছে। বদলিকৃতদের ২৯শে সেপ্টেম্বরের মধ্যে পুরোনো কর্মস্থল ছেড়ে দিতে হবে এবং ৩০ সেপ্টেম্বর তাদের একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

সেদিন রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে তাদের পোশাক পরে উপস্থিত হতে বলা হয়েছে।

২৩ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বদলিকৃতরা হলেন- উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জু সিলেট রেঞ্জে, মহেশখালী থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদৌস বরিশাল রেঞ্জে, ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার বরিশাল রেঞ্জে, চকরিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান খুলনা রেঞ্জে, রামু থানার ওসি মোঃ আবুল খায়ের রাজশাহী রেঞ্জে, পেকুয়া থানার ওসি মোহাম্মদ কামরুল আজম রংপুর রেঞ্জে, টেকনাফের ওসি (তদন্ত) এবিএমএস দোহা খুলনা রেঞ্জে।

এছাড়া ডিএসবি’র ওসি (ডিআই১) মোঃ আলী আরশাদ বরিশাল রেঞ্জে, কুতুবদিয়ার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী খুলনা রেঞ্জে, সদর থানার ওসির দায়িত্বে থাকা কর্মকর্তা মোঃ মাসুম খান খুলনা রেঞ্জে, রোমেল বড়–য়া সিআইডি ঢাকায়, মিজানুর রহমান সিআইডি ঢাকায়, মোঃ মঈন উদ্দিন বরিশাল রেঞ্জে, খোরশেদ আলম সিলেট রেঞ্জে, মোঃ একরামুল হক বরিশাল রেঞ্জে, মোহাম্মদ আমিরুল ইসলাম রংপুর রেঞ্জে, মানস বড়–য়া ময়মনসিংহ রেঞ্জে, এসএম মিজানুর রহমান এসএমপি সিলেটে, এসএম আতিক উল্লাহ ঢাকা রেঞ্জে।

অন্যদিকে মোঃ আবুল মনসুর বরিশাল রেঞ্জে, মোহাম্মদ ইয়াছিন এসএমপি সিলেট, মোঃ আনোয়ার হোসেন বরিশাল রেঞ্জে, মোহাম্মদ আরিফ ইকবাল রাজশাহী রেঞ্জে, মোহাম্মদ আসাদুজ্জামান রাজশাহী রেঞ্জে এবং শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ সিলেট রেঞ্জে, আমিনুল ইসলাম এসএমপি সিলেটে, প্রদীপ কুমার দাস (কোর্ট ইন্সপেক্টর) এসএমপি সিলেটে, মোঃ আনিছুর রহমান বরিশাল রেঞ্জে, মোঃ ফজলুল আলম বরিশাল রেঞ্জে, রূপল চন্দ্র দাস (বিপিএ, সারদায় সংযুক্ত) বরিশাল রেঞ্জে, মোঃ বদরুল আলম তালুকদার সিলেট রেঞ্জে, মোঃ হাবিবুর রহমান খুলনা রেঞ্জে এবং টেকনাফ থানার রফিকুল ইসলাম খান বরিশার রেঞ্জে।

২১ সেপ্টেম্বর কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ ৭ জনকে একযোগে বদলি করা হয়। এর আগে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী জেলা পুলিশে বদলি করা হয়।

মুলত গত ৩১ জুলাই সেনাবাহিনীর অবসর কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকান্ডের পর থেকে কক্সবাজার জেলা পুলিশে ব্যাপক রদবদল হচ্ছে। ইতোপূর্বে এই জেলায় পুলিশ কর্মকর্তাদের এভাবে একযোগে বদলির নজির নেই।

ভয়েস টিভি/টিআর

You may also like