Home জাতীয় মসজিদে বিস্ফোরণ : ৩৫ পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

মসজিদে বিস্ফোরণ : ৩৫ পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

by Newsroom
৩৫ পরিবারকে

ঢাকা:  নারায়ণঞ্জের পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত ৩৫ পরিবারকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী  সর্বমোট ১ কোটি ৭৫ লাখ টাকার সহায়তা দিয়েছেন। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং শাখা থেকে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর অনুদানের চেক স্ব স্ব পরিবারের হাতে তুলে দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী রোববার বা সোমবার ওই ৩৫ পরিবারের সদস্যদের নিকট আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে।

আরও পড়ুন- মসজিদে বিস্ফোরণ: ৩৭ পরিবারকে ৫ লাখ টাকা করে দেয়ার নির্দেশ

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ওই বিস্ফোরণ ঘটে।

দগ্ধ মুসল্লিদের প্রায় ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এনে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়।

ভয়েস টিভি/টিআর

You may also like