Home জাতীয় ৩ দিনে টিকা পেল প্রায় দেড় কোটি মানুষ

৩ দিনে টিকা পেল প্রায় দেড় কোটি মানুষ

by Amir Shohel

প্রাণঘাতী করোনা ভাইরাস রুখতে গণটিকা কার্যক্রমের আওতায় তিন দিনে এক কোটি ৪৬ লাখ ৭৭ হাজার ৫৪৪ মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।

২৮ ফেব্রুয়ারি সোমবার রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো দেশব্যাপী টিকাদান বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এদিন গণটিকা কার্যক্রমের আওতায় তৃতীয় দিনে সোমবার (২৮ ফেব্রুয়ারি) সারাদেশে ১৫ লাখ ৬৯ হাজার ৪৪ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।

রোববার দেওয়া হয়েছিল, ১৯ লাখ ৩৩ হাজার ৭৭৫ জনকে। এছাড়াও প্রথম দিন শনিবার (২৬ ফেব্রুয়ারি) এক কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭২৫ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। এযাবৎ প্রথম ডোজ টিকা পেয়েছেন মোট ১২ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ৮৭৫ জন।

একইসঙ্গে এদিন সাত লাখ ৯৬ হাজার ৮৪৫ জনকে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। এযাবৎ দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট আট কোটি ৪৩ লাখ ২৬ হাজার ২৩৪ জন।

পাশাপাশি এদিন মোট ৮৪ হাজার ৫৬২ জনকে করোনার বুস্টার ডোজ টিকা দেওয়া হয়। এযাবৎ মোট ৩৮ লাখ তিন হাজার ১৪৭ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

বর্তমানে দেশে এস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক্সের টিকা দেওয়া হচ্ছে।

/এএস

You may also like