Home জাতীয় আজ থেকে ৫-জি যুগে প্রবেশ করলো বাংলাদেশ

আজ থেকে ৫-জি যুগে প্রবেশ করলো বাংলাদেশ

by Newsroom

দেশে পরীক্ষামূলকভাবে উচ্চগতির ইন্টারনেট সেবা ৫-জি চালু হতে যাচ্ছে। ১২ ডিসেম্বর রোববার থেকে এই সেবা চালু করছে সরকারি মোবাইল অপারেটর টেলিটক। সব পর্যায়ের গ্রাহকরা আগামী বছরের মার্চ থেকে এই সেবা পাবেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার জানান, প্রাথমিকভাবে ঢাকার চার এলাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় এই প্রযুক্তি চালু হবে। পরে ঢাকার ২০০ গুরুত্বপূর্ণ এলাকায় চালু হবে ৫জি। বেসরকারি মোবাইল অপারেটররা আগামী বছরের মার্চে এই প্রযুক্তি চালু করবে বলে জানান তিনি।

মোস্তফা জব্বার বলেন, ‘আজ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবসে বাংলাদেশ ৫-জি যুগে প্রবেশ করতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা ভার্চুয়ালি উপস্থিত থেকে এই ঐতিহাসিক যাত্রার শুভ উদ্বোধন করবেন।’

৫-জি উদ্বোধনের মাহেন্দ্রক্ষণটি ডিজিটাল প্রযুক্তি বিকাশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন মন্ত্রী। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ২০০৮ সালের ১২ ডিসেম্বর শেখ হাসিনা ঘোষিত দূরদৃষ্টি কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ ৫জি যুগে প্রবেশ করছে।’

মন্ত্রী জানান, প্রাথমিকভাবে টেলিটক ঢাকা শহরে প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি ৩২, বাংলাদেশ সচিবালয়, মানিক মিয়া অ্যাভিনিউ এবং ঢাকার বাইরে সাভার ও টুঙ্গিপাড়া এলাকায় ৫জি কাভারেজের আওতায় আনবে। পরে টেলিটক ঢাকা শহরের ২০০ গুরুত্বপূর্ণ এলাকায় এই সেবা চালু করবে।

তিনি আরও জানান, আগামী বছরের মার্চে বেতার তরঙ্গ বরাদ্দ নিলামে দেওয়ার পর বেসরকারি তিনটি মোবাইল অপারেটর এই প্রযুক্তি চালু করবে। ২০২২ সালের পর টেলিটক ও বিটিসিএলের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল বিশেষ করে স্পেশাল ইকোনমিক জোনগুলোতে এই সেবা চালুর প্রস্তুতির কাজ চলছে।

You may also like