Home জাতীয় দেশে করোনা আক্রান্ত ৫ লাখ ছাড়ালো

দেশে করোনা আক্রান্ত ৫ লাখ ছাড়ালো

by Shohag Ferdaus

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। গত চব্বিশ ঘণ্টায় নতুন ১ হাজার ১৫৩ রোগী শনাক্তের মধ্যদিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৫ লাখ ৭১৩ জনে। এর মধ্যে শেষ পঞ্চান্ন দিনে এক লাখেরও বেশি রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আরও ৩৮ জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা পৌঁছেছে ৭ হাজার ২৮০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯২৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন হয়েছে।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে প্রথম রোগী শনাক্ত হয়। এর তিন মাস পর ১৮ জুন তা ১ লাখ ছাড়িয়ে যায়। এর ঠিক এক মাস পর ১৮ জুলাই শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ২ লাখে। এর পরের এক লাখ রোগী শনাক্ত হয় এক মাস নয় দিনে, ২৬ অগাস্ট শনাক্ত রোগীর সংখ্যা ছাড়ায় তিন লাখ।

শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে যায় এর দুই মাস পর, ২৬ অক্টোবর। তা পাঁচ লাখে পৌঁছাতে সময় লাগল ৫৫ দিন।

এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। আর ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

ভয়েস টিভি/এসএফ

You may also like