Home জাতীয় ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি স্থগিত চেয়ে আইনি নোটিশ

৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি স্থগিত চেয়ে আইনি নোটিশ

by Newsroom

ভয়েস রিপোর্ট: বাস-মিনিবাসের ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ও বিআরটিএ চেয়ারম্যান বরাবর এ নোটিশ পাঠান আইনজীবী মো. মনিরুজ্জামান।

নোটিশে তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় জনজীবন বিপর্যস্ত এবং অধিকাংশ নিম্ন ও মধ্যম আয়ের মানুষ বেকার এবং মানবেতর জীবন কাটাচ্ছে। জাতীয় অর্থনীতিকে সচল রাখার জন্য সরকার সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস কল-কারখানা সাময়িকভাবে খুলে দেয়া হয়েছে। দীর্ঘদিন সাধারন ছুটি থাকা কর্মহীন বেকার লাখ লাখ মানুষ জীবন এবং জীবিকার আশায় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কাজে যোগ দেয়ার সার্বিক প্রস্তুতি নিয়েছে।
নোটিশে আরও বলা হয়, জাতীয় সড়ক এবং মহাসড়ক বিভাগ রোড ট্রান্সপোর্ট অথরিটি বাস-মিনিবাসের ক্ষেত্রে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে। যা করোনায় অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের আরও বেশি বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত করেছে।

তাই এ নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে জারিকৃত প্রজ্ঞাপন স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

You may also like