Home জাতীয় দেশে ৭৪৬২ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৬৩

দেশে ৭৪৬২ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৬৩

by Shohag Ferdaus
ভারতে

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬৩ জন। একই সময়ে আরও ৭ হাজার ৪৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত।

৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত এক দিনে আরও ৭ হাজার ৪৬২ জনের মধ্যে সংক্রমণ ধরায় দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৩ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত ৬৩ জনকে নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৯ হাজার ৫৮৪ জনে।

গত একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১১ জন। এনিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৮ হাজার ৫৪১ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৩ শতাংশের বেশি।

ভয়েস টিভি/এসএফ

You may also like