Home জাতীয় একদিনে মৃত্যু ৬৯, শনাক্ত ৬০২৮

একদিনে মৃত্যু ৬৯, শনাক্ত ৬০২৮

by Shohag Ferdaus

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬৯ জন। একই সময়ে আরও ৬ হাজার ২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

১৩ এপ্রিল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত এক দিনে মারা যাওয়া ৬৯ জনকে নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল নয় হাজার ৮৯১ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৬০২৮ জনকে নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৯৭ হাজার ৯৮৫ জনে।

ভয়েস টিভি/এসএফ

You may also like