Home জাতীয় দেশে করোনায় মৃত্যু ৭ হাজার ছুঁইছুঁই

দেশে করোনায় মৃত্যু ৭ হাজার ছুঁইছুঁই

by Shohag Ferdaus
করোনায়

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস দেশে আঘাত হানে গত ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ৯ মাস শেষে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৭ হাজার ছুঁইছুঁই।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৯৮৬ জনে দাঁড়িয়েছে।

১১ ডিসেম্বর শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৮৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ৮৬৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like