Home জাতীয় চট্টগ্রামে আরও ৮২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৮২ জনের করোনা শনাক্ত

by Shohag Ferdaus
করোনা

চট্টগ্রাম নগরীতে ৭২ জনসহ জেলায় আরও ৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর নগরীতে মৃত্যু হয়েছে আরও একজনের। ২ নভেম্বর সোমবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি জানান, নতুন ৮২ জনসহ চট্টগ্রামে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ২৯৮ জন। এদের মধ্যে নগরে ১৫ হাজার ৬২২ জন এবং বিভিন্ন উপজেলার ৫ হাজার ৬৭৬ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩০৫ জন, যাদের ২১২ জন নগরের এবং ৯৩ জন বিভিন্ন উপজেলার।

এদিকে ১ নভেম্বর আরও ৩২ সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৫৭৫ জন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি তিনটি, বেসরকারি তিনটি এবং কক্সবাজারের একটি ল্যাবে মোট ৯৩০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮২ জনের দেহে। এদের মধ্যে ৭২ জন নগরের এবং ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে ১ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) বিদেশগামীদের বাধ্যতামূলক করানো টেস্টসহ ৩৯৫ জনের নমুনা পরীক্ষা করানো হয়। এতে করোনা শনাক্ত হয় ৮ জনের দেহে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা শনাক্ত হয় দিনের সর্বোচ্চ ৩৫ জনের দেহে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। নগরের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের দেহে করোনা পাওয়া যায়।

চট্টগ্রামের আরেকটি বেসরকারি করোনা পরীক্ষাগার শেভরণ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১১৬ জনের নমুনা পরীক্ষা ২০ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়। আর কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।

আরও পড়ুন: করোনা সংক্রমণ ৪ কোটি ৬৮ লাখ ছাড়িয়েছে

ভয়েস টিভি/এসএফ

You may also like