Home জাতীয় এবার টেকনাফে পঙ্গপালের মতো পোকার আক্রমণ

এবার টেকনাফে পঙ্গপালের মতো পোকার আক্রমণ

by Newsroom
পঙ্গপাল


বেশকিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছিলো পাকিস্তান, আফগানিস্তান, ভারত পেরিয়ে পঙ্গপাল হানা দেবে বাংলাদেশে। তবে বাংলাদেশের বিজ্ঞানীরা আশ্বস্ত করেছিলেন এ দেশে আবহাওয়ার কারণে পঙ্গপাল হানা দেবে না। তারপরও টেকনাফের এক বাগানে পঙ্গপাল সদৃশ পোকার আক্রমণের খবরটি রটেছে দেশজুড়ে।

ফড়িংয়ের মতো দেখতে হাজারো পোকা দল বেঁধে গাছের পাতায় বসে একের পর এক পাতা খেয়ে ফেলছে। এতে উদ্বিগ্ন বাড়ির মালিক টেকনাফ সদর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সোহেল সিকদার। গেলো ১৮ এপ্রিল নিজ বাড়ির আম ও তেরশলসহ কয়েকটি গাছে পোকার এই আক্রমণ প্রথম দেখেছিলেন। সেসময় গাছের পাতা নষ্ট হয়ে কোথাও শাখা ছাড়া কোন পাতাই নেই। আবার কোথাও পাতা ঝলসে গেছে। তবে কৃষি বিভাগের কর্মকর্তা বলছেন, এটি পঙ্গপাল না হলেও ক্ষতিকর পোকা। এটি দমনে কিটনাশক স্প্রের জন্য প্রয়োজনীয় পরার্মশ দেন তিনি।

You may also like