Home জাতীয় করোনাতেও ঈদ কেনাকাটা : সামাজিক দুরত্বের বালাই নেই

করোনাতেও ঈদ কেনাকাটা : সামাজিক দুরত্বের বালাই নেই

by Newsroom


করোনার সংক্রমণ দিনদিন উদ্বেগজনক হারে বাড়লেও রাজধানীবাসীর ঈদ কেনাকাটায় খুব একটা প্রভাব পড়েনি। ২৮ রমজানেও বিভিন্ন মার্কেটে নতুন জামা কিনতে হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। নিউমার্কেট, ফার্মগেট চাঁদনিচকে অসংখ্য ক্রেতা বিক্রেতা কোন সামাজিক দুরত্ব ছাড়াই কেনাকাটা করছে।
সারাদেশে যখন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তখনো নতুন জামা জুতো কেনার জন্য পেছনে ছোটার মানুষের সংখ্যা কম নয়। শিশুদের নিয়েই ভিড়ের মধ্যে কেনাকাটা করছেন। অনেকে আবার শিশুদের ন্যুনতম নিরাপত্তা ব্যবস্থা মাস্কও নেই। শিশুদের বায়নায় হোক কিংবা করোনাকে পাত্তা না দিয়েই হোক অসংখ্য ক্রেতা ঘুরছে গাউসিয়া, চাদনীচকে।
তারপর্বও ক্রেতাদের আক্ষেপ বেচাবিক্রি গেল বছরগুলোর চেয়ে অনেক কম। ফ্যাশন হাউজগুলোতে ক্রেতার সংখ্যা কম। আগেই পণ্য কেনায় এসব নিয়ে লোকসানের আশংকা তাদের অনেকের।
করোনা ভাইরাসের এতসব নিয়মের তোয়াক্কা না করেই ফার্মগেটের ফুটপাতের দোকানগুলো জমজমাট।তবে ঘোষণা অনুসারে অনেক শপিং কমপ্লেক্স তাদের মার্কেট খোলেনি।

You may also like