Home জাতীয় ধেয়ে আসছে মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ‘আম্ফান’

ধেয়ে আসছে মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ‘আম্ফান’

by Newsroom
ঘুর্ণিঝড় গুলাব

ভয়েজ ডেস্ক: প্রবল গতিতে ধেয়ে আসছে মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় আম্ফান। এটি ভারতের পশ্চিমবঙ্গ উপকূল হয়ে ধীরে ধীরে বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড় আম্ফান এর প্রভাবে রোববার ভোর থেকে বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হয়েছে।চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, এ বৃষ্টি আরও ২দিন অব্যাহত থাকতে পারে। একটানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা থাকতে পারে।

এদিকে ধেয়ে আসা বছরের প্রথম ঘূর্ণিঝড়টি যথেষ্ট শক্তিশালী এবং ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে আঘাত হানবে।আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের বেশ কিছু এলাকাজুড়ে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় আম্ফান। সেটি দেশের উপকূলীয় পটুয়াখালি, বরিশাল, বরগুনা, লক্ষীপুর ও ফেনীতে ক্যাটাগরি-৪ মাত্রার শক্তি নিয়ে আঘাত করতে পারে। ঘূর্ণিঝড়ের আম্ফান নামকরণ করেছে থাইল্যান্ড।

You may also like