Home জাতীয় দেশের নিম্ন আদালত খুলেছে আজ

দেশের নিম্ন আদালত খুলেছে আজ

by Amir Shohel

ঢাকা : সারা দেশের নিম্ন আদালত খুলেছে। ৫ আগস্ট বুধবার থেকে স্ব-শরীরে বিচারপ্রার্থী আইনজীবী ও বিচারকগণ কার্যক্রম পরিচালনা করেছেন।

প্রথম দিনে আইনজীবী, বিচারপ্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

বিচারপ্রার্থীদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। তবে আদালতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে, অনীহা লক্ষ্য করা যায়।

আইনজীবীরা বলছেন, ঢাকা বার অ্যাসোসিয়েশন অথবা কোর্ট কতৃপক্ষের এ বিষয়ে ব্যবস্থা নেয়া উচিৎ।

এর আগে ভাচুয়াল কোর্টের মাধ্যমে আদালত পরিচালনা করা হয়েছে ৩ মাস। কিছুদিন আগে একপ্রজ্ঞাপনের মাধ্যমে আদালত স্বাভাবিকভাবে পরিচালনার নির্দেশনা দেয়া হয়।

গত ১ নভেম্বর থেকে আদালতে অবকাশকালীন ছুটি দেওয়া হয়। এ সময় আদালতের স্বাভাবিক কাজকর্ম ছিল না। শুধু বিশেষ জজ, দ্রুত বিচার আদালত, সিএমএম ও সিজেএমএম আদালত খোলা ছিল।

ভয়েসটিভি/সাদেক/এএস

 

You may also like