Home জাতীয় একজন বন্যার্ত মানুষও না খেয়ে থাকবে না : তথ্য প্রতিমন্ত্রী

একজন বন্যার্ত মানুষও না খেয়ে থাকবে না : তথ্য প্রতিমন্ত্রী

by Newsroom

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বাংলাদেশের একজন বন্যার্ত মানুষও না খেয়ে থাকবে না। যতোদিন বন্যার পানি থাকবে, যতদিন আপনাদের কষ্ট থাকবে। সর্বদাই ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বর্তমান সরকার।

২৫ জুলাই শনিবার জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় বানভাসী মানুষের পাশে আছে। বন্যায় যাদের ঘড়-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলী জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সকল সহোযোগিতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করবেন।

এসময় উপজেলার পিংনা ইউনিয়নের বালিয়ামেন্দা, ডাকাতিয়া মেন্দা, মিরকুটিয়া, নলসন্ধা, আওনা ইউনিয়নের কুলপাল, দৌলতপুর, পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া, বিন্নাফৌর, মানিকপটল গ্রামসহ বিভিন্ন স্থানে নৌকা যোগে বাড়ি বাড়ি গিয়ে অন্তত ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

ত্রাণের প্রতি প্যাকেটে চাল, ডাল, মুড়ি, তেল, চিড়া, গুড়, স্যালাইন, পানি বিশুদ্ধ করণ পাউডার ছিলো।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, যুগ্ম সম্পাদক আব্দুল গণি, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, সুধীজন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ভয়েস টিভি/জামালপুর প্রতিনিধি/দেলোয়ার

You may also like