Home জাতীয় দেশের বন্যা পরিস্থিতি আরও অবনতি

দেশের বন্যা পরিস্থিতি আরও অবনতি

by Newsroom
পানির নিচে

দেশের অভ্যন্তরীণ নদ নদীর পানি বৃদ্ধি পাওয়া একাধিক জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। তবে চলতি মাসের শেষ নাগাদ বন্যা পরিস্থিতির উন্নত হতে পারে বলে আশা প্রকাশ করেছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। আগামী ১০ দিনের পূর্বাভাস দিতে গিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

এদিকে জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শুক্রবার যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানিবন্দি রয়েছে ৭ উপজেলার ১০ লাখ মানুষ। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট।

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এদিকে, নদী ভাঙ্গনে গত দুইদিনে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শিমলা স্পার বাঁধসহ ওই এলাকার অর্ধশতাধিক ঘরবাড়ি, মসজিদ, ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ৫৬টি ইউনিয়নের ৬ শতাধিক গ্রামের প্রায় ৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।


ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/সুফল/দেলোয়ার

You may also like